কেবল রঙিন পোশাকেই ফিজ ভাবনায় ডোমিঙ্গো

সাজিদা জেসমিন »

সামনের পাকিস্তান সফরে টেস্ট দলে জায়গা হয়নি পেসার মুস্তাফিজুরের। ফর্মহীনতায় বাদ পড়েছেন এমন টাও শোনা গেছে। ফিজকে ছাড়া পাকিস্তান সফরে যাওয়ার পূর্বে উপযুক্ত ব্যাখ্যা দিয়েছেন দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার লক্ষ্যে আজ মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সফরে যাওয়া হবেনা না কাটার মাস্টারের। বাংলাদেশ দলে সেরা পেসারের তালিকায় শীষস্থান এখনো মুস্তাফিজের। কিন্তু ধারাবাহিকতায় ছন্দ হারিয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত বিপিএলে ১২ ম্যাচে ২০ টি উইকেট সংগ্রহ করে টুর্নামেন্টে সেরা বোলারের জায়গাটাও তার। কিন্তু লাল বলের ক্রিকেটে অবস্থা বেগতিক তার। চলমান বিসিএলের আসরে মধ্যাঞ্চলের হয়ে খেলতে নেমে ২৫ ওভার বল করে একটি উইকেটেরো দেখা মেলেনি তার ঝুলিতে।

পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে সংবাদ সম্মেলনে ফিজকে নিয়ে বলতে গিয়ে দলের হেড কোচ ডেমিঙ্গল গতকাল বলেন- ‘আপাতত লাল বলের ফরম্যাটে ফিজকে নিয়ে ভাবছে না দল।’

ডোমিঙ্গো যোগ করেন- ‘ফিজ সম্পর্কে আপনারা অবগত আছেন যে এই মুহূর্তে সাদা বলের ফরম্যাটে সে কিছুটা চাপের মধ্যে রয়েছে। মুস্তাফিজ সর্বোপরি আমাদের অভিজ্ঞ এবং দলের শীর্ষস্থানীয় বোলার। চাপের মধ্যেও দারুণ বল করে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে অল্প চাপ অনুভব করে, যেমন শেষদিকে এবং শুরুতে বল করতে আসলে তার ফর্ম ওঠানামা করে। কারণ এটি বেশ কঠিন কাজ।’

‘কিন্তু আমাদের সম্পূর্ণ ভরসা আছে সে সাদা বলের ফরম্যাটে ফিরে আসতে পারে। টেস্ট নিয়ে এখনো তাঁর হালকা কাজ করার আছে। আমি জানি সাবেক কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ফিজকে নিয়ে কিছু কাজ শুরু করেছিলেন। এখন নব কোচ ওটিস গিবসন কাজটি ভালোভাবে চালিয়ে যাবে। লাল বলের ফরম্যাটে ফিজকে আবারো গুরুত্বের সাথে বিবেচনা করার আগে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে।’ – আরো যোগ করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »