কেন দলে নেই মোস্তাফিজ-ইমরুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তান দল আজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ বাংলাদেশ দল তাদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে। আগেই বলা ছিল আজ ঘোষণা হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। টেস্ট স্কোয়াডে তেমন কোনো চমক নেই। যা আছে তা বলতে গেলে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া। আর তামিমের পরিবর্তে ইমরুলের সুযোগ পাবার কথা থাকলেও সেটিও হয়নি। আর তাদের দলে না থাকার কারণ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস পাবার পর এটি আফগানিস্তানের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট। এই টেস্টের দল থেকে বাদ পড়লেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর দলে তামিম ইকবালের অনুপস্থিতিতে ইমরুল কায়েসের সুযোগ পাবার কথা থাকলেও তিনিও পাননি।

মোস্তাফিজুর রহমানের সুযোগ না পাবার প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ” সে একটু চোটের মধ্যে আছে। ক্যাম্পে এটি ধরা পড়েছে। এটা টেস্ট ম্যাচ। এটি লং ভার্সন। সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে। আর তাই ওকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। টি-টোয়েন্টিতে ফিট মোস্তাফিজকে চাই।

ইমরুল কায়েসের দলে না থাকার প্রসঙ্গে নান্নু বলেছেন, ” কায়েস আমাদের ভাবনাতে ছিলো। যেহেতু তামিম নেই কায়েস আমাদের প্রথম চয়েস ছিলো। কিন্তু কায়েসের ছেলে ডেঙ্গু আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি। তাই ওকে রাখতে পারিনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »