কিছু ধারাভাষ্যকারকে আমি সহ্য করতে পারিনাঃ যুবরাজ

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে সব মাঠের খেলা বন্ধ। তাই খেলোয়াড়রা বাসায় অবসর সময় বেশি কাটচ্ছেন। সে হিসেবে ভক্তদের সাথে আড্ডাও দিতে পারছেন বেশি। অন্য ক্রিকেটারের মত যুবরাজ সিং, ভারতের সাবেক ক্রিকেটার এখন ব্যাস্ত আছেন ভক্তদের সাথে ইন্সটাগ্রামে লাইভে এসে৷

সাম্প্রতি তিনি ভারতের আরেক সাবেক খেলোয়াড় মোহাম্মদ কাইফের সাথে লাইভ সেশনে যান তিনি। তার কাছ থেকে জানতে চাওয়া হয় ভবিষ্যতে ধারাভাষ্যকার হবেন কিনা। যুবরাজ জানান তিনি কিছু ধারাভাষ্যকারকে ধারাভাষ্য কক্ষে সহ্য করতে পারেননা। তিনি ফুলটাইম ধারাভাষ্যকার না হলেও আইসিসির বড় ইভেন্ট গুলোতে ধারাভাষ্য করতে চান। সাথে হতে চান কোচ।

যুবরাজ ওই লাইভে বলেন, ” আমি কিছু মানুষকে ধারাভাষ্য কক্ষে সহ্য করতে পারিনা। এটা আসলে সময়ের উপর নির্ভর করছে আমি ধারাভাষ্য করবো কি করবোনা। কিন্তু আমি টি-টুয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ গুলোর মত আইসিসির ইভেন্ট গুলোতে ধারাভাষ্য দিতে চাই। তবে আমি মনে করিনা আমি সম্পূর্ণ একজন ধারাভাষ্যকার হতে পারবো। এত সময় ধরে টানা বসে ক্রিকেট নিয়ে কথা বলার ধৈর্য আমার নেই। আমি ধারাভাষ্য থেকে কোচিং বেশি পছন্দ করি। হয়তো ভবিষ্যতে এটাই করবো। ধারাভাষ্য কখনই আমার ফুলটাইম কাজ হবেনা। “

বাংলাদেশ সময়ঃ ২.৪৩ পি এম
নিউজ ক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »