নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কার্ডিফ মিশন শেষ করে ব্রিস্টলের উদ্দেশ্যে রওয়ানা দিবে টিম বাংলাদেশ। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে মাশরাফি বাহিনী। এক ঘন্টার যাত্রা শেষে স্থানীয় সময় দুপুর ১টার দিকে কার্ডিফ থেকে ব্রিস্টল গিয়ে পৌঁছার কথা টাইগারদের।
বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের আরও ৬টি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। আগামী ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেও স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় টাইগারদের।
এদিকে আজ দলের কোনো অনুশীলন কিংবা কোনো মিডিয়া সেশন নেই। আজ পুরো দিনটা বিশ্রামে কাটাবে দল।