নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কানাডা গ্লোবাল টি২০ লীগ মাঠে গড়াবে চলতি বিশ্বকাপ শেষে ২২ শে জুলাই থেকে। আসন্ন এ লীগে দল পেয়েছেন সাকিব আল হাসান, রিশাদ হোসাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব আল হাসান ও লিটন দাস গত বছরও দল পেয়েছিলেন, তবে এবার দল পাননি লিটন দাস। প্রথমবারের মতো দল পেয়েছেন সাইফুদ্দিন ও রিশাদ হোসাইন।
সাকিব আল হাসান গত মৌসুমে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেললেও এবার খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়। রিশাদ আহমেদ খেলবেন টরেন্টো ন্যাশনালসে এবং মোহাম্মদ সাইফুদ্দিন খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সে।
রিশাদ হোসেন চলমান বিশ্বকাপে বল হাতে দূর্দান্ত খেলছেন, এর আগে দেশের মাটিতে ব্যাট হাতেও চমক দেখিয়েছিলেন। কানাডা লীগে দল পাওয়ার ক্ষেত্রে বিশ্বকাপের পারফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিশ্বকাপ দলে না থাকা সাইফুদ্দিনের দল পাওয়া চমকই বটে।
আগামী ২২ জুলাই থেকে মাঠে গড়াবে কানাডা গ্লোবাল টি২০ লীগ। চলবে ১১ আগষ্ট পর্যন্ত।