নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাত পোহালেই শুরু হচ্ছে ইডেন টেস্ট। গোলাপি বলে প্রথমবারের মত খেলতে নামবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। এই টেস্টকে ঘিরে পুরো কলকাতা শহরে সাজসাজ রব৷ ইডেন গার্ডেন্সে কাল বসছে তারার মেলা। এই টেস্টকে ঘিরে উন্মাদনায় মেতেছে পুরো শহরবাসী। গোলাপি রঙে রঙিন পুরো কলকাতা।
ইডেন টেস্টে রঙ লাগাতে ইতিমধ্যে কলকাতা পৌঁছেছেন মাশরাফি বিন মোর্ত্তজা। প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইডেনে উপস্থিত থাকছেন তিনি।
শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ছাড়াও কাল উপস্থিত থাকবেন ভারতের অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ছয়বারের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম।
আজ সন্ধ্যায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন মাশরাফি। ইডেন টেস্ট উপভোগ করতে স্ব-পরিবারে কলকাতায় গিয়েছেন তিনি। দেশে ফেরার কথা ২৩ নভেম্বর।