নিউজ ডেস্ক »
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও হানা দিয়ে মহামারী করোনা ভাইরাস। রাজনৈতিক অস্থিরতায় দেশটির স্বাস্থ্য সুরক্ষার ব্যাবস্থাও ভঙ্গুর। করোনা শনাক্ত ও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দ্রুত ছড়াচ্ছে মহামারী করোনা। তাছাড়া দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যার দারিদ্র্য সীমার নিচে বসবাস। এমতাবস্থায় সরকারের ঘোষিত লকডাউনে লাখো আফগানির পরিবারের দৈনন্দিন রুটি-রুজির পথ বন্ধ থাকায় অনাহারে দিন যাপন করছে তারা।
দেশটির এই সঙ্কটাপন্ন অবস্থায় অসহায়দের সাহায্যের এগিয়ে এসেছে আফগানি তারকা ক্রিকেটার ও বর্তমানের টি-টোয়েন্টি সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ফাউন্ডেশন (এমএনএফ)। “প্রতিটি অনুদান জীবন বাচাতে সাহায্য করে এবং আশা দেয়” এই স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশনটি অনলাইনে সারা বিশ্বের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে আফগানিস্তানে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য।
ইতিমধ্যে বেশ সারা পেয়েছে এই কার্যক্রম। বিশ্বের নানা প্রান্তের মানুষজন অর্থ সহায়তা দিচ্ছে এই ফাউন্ডেশনে ওয়েবসাইটে। সকল অর্থ খরচ করা হবে খেটে খাওয়া দিনমজুর ও অসহায়দের।
ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ‘আমরা ইতিমধ্যে সারাদেশে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছি। রাজধানী কাবুল, কুন্দুজ সহ বিভিন্ন রাজ্যে শ্রমিক ও অনাহারীদের সহায়তা করেছি। ‘এমএনএফ’- এর আপনাদের সকলের সাহায্য প্রয়োজন এই কার্যক্রম চালিয়ে যেতে।’
ফাউন্ডেশনটির ট্রাস্টি বোর্ডের সদস্য কবির ইসাখেল জানিয়েছেন, “এমএনএফ বিধবা, অনাথ এবং অতি দরিদ্র পরিবারগুলিকে টেকসই সহায়তা প্রদানের লক্ষ্যেও কাজ করবে। আমরা এই দরিদ্র পরিবারের বাচ্চাদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করব।”
মোহাম্মদ নবী ফাউন্ডেশনের ওয়েবসাইটে ডুকে অর্থ সহায়তা দেওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১:১০ পিএম
নিউজক্রিকেট/এমএস