করোনায় আক্রান্ত মাশরাফি

নিউজ ডেস্ক »

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত। বেশ কয়েকদিন ধরে জ্বর থাকায় ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এবং পরে করোনা পরীক্ষার রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ আসে মাশরাফির বিন মোর্ত্তজার। শারীরিকভাবে মাশরাফি সুস্থ আছেন। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

মহামারীর শুরুর সময় থেকেই নিজের সংসদীয় এলাকায় অসহায় মানুষদের পাশে ছিলেন। দুবার নড়াইল থেকে এসে কোয়ারেন্টিনেও ছিলেন তিনি।

এরপর থেকে নিজের বাসাতেই আছেন তিনি। তবে গত কয়েকদিন থেকে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন।

করোনা মোকাবিলায় জাতীয় দলের ২৭ ক্রিকেটার নিজেদের বেতনের ৫০ ভাগ দিয়ে সাহায্য করেছিলেন। সেই ২৭ ক্রিকেটারের মধ্যে ছিলেন মাশরাফি মোর্ত্তজা নিজেও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »