নিউজ ডেস্ক »
লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের ছয় নম্বর পজিশনটি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বরাদ্দ হয়ে আছে। কিন্তু এই পজিশনে ব্যাটিং করে রিয়াদ কি নিজে সন্তুষ্ট? পরিসংখ্যান বলছে এই পজিশনে খুব একটা আহামরি সফলতা নেই তাঁর। অর্থাৎ এভারেজ কিংবা রানের সংখ্যার দিকে তাকালে এমনটা মনে হবে। এর চেয়ে বরং চার কিংবা পাঁচ নম্বরে খেলতে পারলে আরো ভালো করতে পারতেন রিয়াদ।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও একই সুর। সাবেক অধিনায়কের দৃঢ় বিশ্বাস উপরের দিকে ব্যাটিং করতে পারলে পরিসংখ্যান আরো স্ফীত হতো মাহমুদউল্লাহ রিয়াদের। হয়তো এখনই তাঁর নামের পাশে ৭-৮ হাজার রান থাকতো। সোমবার (৪ মে) তামিম ইকবালের সঙ্গে এক লাইভ আড্ডায় এসে মাহমুদউল্লাহ প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন মাশরাফি।
দলের প্রয়োজনের কথা ভাবতে গিয়ে ব্যক্তিগত অর্জনের কথা ভুলে যাবার নজির অনেকবার রেখেছেন রিয়াদ। মূলত কম্বিনেশনের কারণেই দেরিতে ব্যাটিং করতে হয় রিয়াদকে। কিন্তু তবুও ছয় নম্বর পজিশনে নেমে ব্যর্থ হলে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। সুতরাং বলা যেতেই পারে কম্বিনেশনই হয়তো মাহমুদউল্লাহ রিয়াদের বড় শত্রু।
মাহমুদউল্লাহ প্রসঙ্গে লাইভে মাশরাফি বলেন, ‘আজকে ওর (মাহমুদউল্লাহ) নামের পাশে ৭-৮ হাজার রান নিশ্চিত থাকতে পারতো। কিন্তু তাকে দলের জন্য খেলতে হয়েছে সবসময়। খুব কঠিন এক কাজ করতে হয় ওকে। ওর কাজটাই এমন যে সব দিন সফল হতে পারবে না। আর সফল না হলে দর্শক, মিডিয়া, সব জায়গায় সমালোচনা শুনতে হয় রিয়াদকে। তার পরও রিয়াদ নিজের কাজ করে যাচ্ছে। সে একজন সিনিয়র ক্রিকেটার, তবু কোনদিনও এসে কিন্তু বলেনি যে আমি চারে ব্যাট করতে চাই। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে আসছে রিয়াদ।’
নিচের দিকে একজন বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব বাংলাদেশের অনেক দিন থেকেই। আর এ কারণেই অনেকটা বাধ্য হয়েই মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে খেলাতে হচ্ছে ৬ নম্বর পজিশনে। সেদিন মাশরাফি মর্তুজা নিজেই এই ব্যাপারটি তুলে ধরেছেন লাইভ আড্ডায়।
মাশরাফি আরো বলেন, ‘রিয়াদ এমন একজন ব্যাটসম্যান, ও যদি চার-পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পেত, ওর পরিসংখ্যান আরো অনেক ভালো হতো। দলের ভালোর জন্যই রিয়াদকে আমাদের ছয়ে ব্যাট করাতে হচ্ছে। আমাদের নিচের দিকে এরকম ব্যাটসম্যান নেই যে বিধ্বংসীভাবে খেলতে পারে। দলের জন্য খেলতে গিয়ে নিজের ক্যারিয়ারে অনেক রান হারিয়েছে রিয়াদ। অনেক সময়ই রিয়াদ মন খারাপ করেছে আমি তাকে বুঝিয়েছি আবার সে হাসিমুখে মেনে নিয়েছে।’
বাংলাদেশ সময়: ১১:১৫ এএম
নিউজক্রিকেট/ডিডিজি