কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠ নামবে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার (২৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও প্রথবারের মতো কিউইদের মাটিতে তাদের বিপক্ষে জয় পেয়েছে টাইগারর। এই আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারাতে মাঠে নামবে শান্তর দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ এক জয়ের পর বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নেপিয়ারে নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতিটা বেশ তরতাজা টাইগাররা। এখানেই তিন দিন আগে কিউইদের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন ওয়ানডে সিরিজে পাওয়া জয়টা ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আত্মবিশ্বাস জোগাবে। ম্যাচে আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হাথুরুসিংহে বলেন, ‘এই জয় মানসিকভাবে অবশ্যই সহায়তা করবে। ভালো একটা জয় পেলে তো মানসিকভাবে সাহায্য করবেই। আপনি এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। সেটা যে ফরম্যাটই হোক। এই জয় আমাদের টি-২০ সিরিজে আত্মবিশ্বাস দেবে।’

তিনি আরও বলেন, আমরা এখনও নিউজিল্যান্ডে কোনো টি-২০ ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসাথে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’

কিউইদের মাটিতে টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এই ধারা ভাঙতে চায় টাইগারা। তবে হাথুরুসিংহের ভাবনায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

হেড কোচ বলেন, ‘বিশ্বকাপের আগে ১১টি ম্যাচ আছে। সাথে আবার বিপিএলও আছে। আমরা খেলোয়াড়দের স্বাভাবিক খেলার নিশ্চয়তা দিয়ে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। বিশ্বকাপে ভালো করার জন্য… এটাই পরিকল্পনা। ১১টি ম্যাচই আছে আমাদের হাতে। এই পরিমাণ ম্যাচ প্রস্তুতির জন্য যথেষ্ট কি না তা বলে লাভ নেই। এই সময়ের মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।’

ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০মিনিটে শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচটি।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »