দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএলের আজকের দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ দিকে তামিম ইকবাল ও আসিফ আলির ঝড়ো ব্যাটিংয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা।
১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঢাকার বোলারদের উপর চড়াও হোন দুই ওপনার আফিফ হোসেন ও লিটন দাস৷ একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন এই দুই ওপেনার। তবে আসল কাজটা করেন ঢাকার পেসার ওয়াহাব রিয়াজ। ৫ম ওভার করতে এসে কোন রান দিয়ে এক ওভারেই তুলে নেন তিনটি উইকেট। লিটন দাস, অলক কাপালি ও শোয়েব মালিকের উইকেট এক ওভারে হারিয়েই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী।
এই তিন ব্যাটসম্যানের বিদায়ের পর উইকেটে সেট হয়ে যাওয়া আফিফও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন৷ এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। ব্যর্থ হয়েছেন দলপতি আন্দ্রে রাসেলও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজশাহী শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১০০ রানে অলআউট হয়। আর ৭৪ রানের বড় জয় পায় ঢাকা প্লাটুন। ঢাকার পেসার ওয়াহাব রিয়াজ মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী রয়্যালসঃ ১০০/১০ (১৬.৪) আফিফ ৩১, লিটন ১০, রাসেল ৭ ; রিয়াজ ৫/৮।
ঢাকা প্লাটুনঃ ১৭৪/৫ (২০) তামিম ৬৮*, আসিফ ৫৫, এনামুল ১০ ; রেজা ২/৪৪।