ওয়ার্নার পার্কে গেইল ঝড়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অফ ফর্মে থাকায় অনেকেই ভেবেছেন ফুরিয়ে গেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। কিন্তু না, আবারো বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গতকাল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচে আগে ব্যাটিং করে জ্যামাইকা তালাওয়াশ। ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে ২৪১ রানের বিশাল পুঁজি পায় তারা। ক্রিস গেইল মাত্র ৬২ বল খেলে ১১৬ রান করে শেষ ওভারে আউট হোন। তার এই ইনিংসে ছিল ৭ টি চার ও ১০ টি ছয়।

বেশ কিছু দিন ধরে গেইলের ব্যাটে রান না থাকায় চারিদিকে জন্ম হয় আলোচনা-সমালোচনার। অনেকেই বলতে শুরু করেন বয়সের ভারে একেবারে ফুরিয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিবেন এমনটাও শোনা যাচ্ছিলো। কিন্তু গেইল মনে করেন তার এখনো অনেককিছুই দেবার সামর্থ্য আছে। এবার সেটা ব্যাট হাতেও করলেন তিনি। টি২০ ক্রিকেটের এই রাজা ধারাবাহিকতা ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের।

গেইলের সেঞ্চুরিতে এত রান করেও হেরেছে জ্যামাইকা তালাওয়াশ। এভিন লুইস আর ডেভন থমাসের বিধ্বংসী ব্যাটিং ৪ উইকেটের জয় এনে দিয়েছে সেন্ট কিটসকে। ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি২০ যারা পছন্দ করেন তারা তাদের কাছে এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »