ওল্ড-ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, ফিরেছেন স্মিথ-স্টার্ক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে আজ মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারের ওল্ড-ট্র্যাফোর্ডে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দুটো দলেই এসেছে পরিবর্তন।

ইংলিশ পেসার জফরা আর্চারের বাউন্সারে আহত হয়ে দল থেকে ছিটকে যাওয়া স্টিভেন স্মিথ ফিরেছেন এই ম্যাচের মধ্য দিয়ে। এছাড়া বেশ কয়েকদিন ধরে ইনজুরি আক্রান্ত অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও ফিরেছেন একাদশে। আরেক পেসার পিটার সিডলের জায়গায় দলে এসেছেন তিনি। বাদ পড়েছেন উসমান খাজাও।

অন্যদিকে ইংল্যান্ড একাদশেও এসেছে একটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসের জায়গায় এই ম্যাচে খেলছেন পেসার ক্রেইগ ওভারটন।

প্রসঙ্গত, পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সর্বশেষ লিডস টেস্টে এক রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক ইংল্যান্ড। অন্য টেস্ট হয়েছে ড্র। আজ চতুর্থ টেস্ট খেলতে ম্যানচেস্টারে মাঠে নেমেছে দুদল।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধি ও উইকেটরক্ষক), জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়ন।

ইংল্যান্ড একাদশ: রবি বার্নস, জো ডেনলি, জেসন রয়, জো রুট (অধি), বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার, জফরা আর্চার, ক্রেইগ ওভারটন, স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ।

-দুর্জয় দাশ গুপ্ত

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »