ওয়ানডের দায়িত্ব ডমিঙ্গোর কাঁধেই থাকছে

ক্রীড়া প্রতিবেদক »

শ্রীধরণ শ্রীরামের কাজে সন্তুষ্ট স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন৷ তিনি বলেন, আপাতত টি টোয়েন্টির দায়িত্বে শ্রীধরনই থাকছেন৷ ওয়ানডের দায়িত্বে ডমিঙ্গই। ফরম্যাটভেদে ভিন্ন কোচের ধারণা ক্রিকেটে নতুন নয়। এবার বাংলাদেশও হাঁটছে সেই পথে। এমন আভাসই মিললো বিসিবি সভাপতির কথায়। বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কোচের ভুমিকায় ছিলেন শ্রীরাম। তার কাজে সন্তুষ্ট প্রকাশ করেছে সাকিব আল হাসান ও বিসিবি কর্মকর্তারা।

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে একই কোচ রাখার পরিকল্পনা নেই বলে জানান পাপন। তিনি বলেন, ‘ এখনও ওরকম চিন্তা নেই। যেহেতু ওয়ানডেতে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এখন। এখানে পরিবর্তনের কোনো চিন্তা করিনি। যদি প্রয়োজন হয় অবশ্যই চিন্তা করব’।

প্রশ্ন উঠেছে ডমিঙ্গোর কি ক্রিকেটারদের ঠিকঠাক সময় দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে পাপন জানান, ‘ আমি তো জানি সে সবসময় থাকে। এমন অভিযোগ কেউ কখনো করেনি আমায়। দেখুন, সে তো কতদিন ধরে বসে আছে। দুই সপ্তাহ ধরে বাংলাদেশে আছে। আমাদের যখন দরকার হবে তখনই তাকে থাকতে হবে। এমনটাই চুক্তিতে উল্লেখ আছে ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »