নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ নভেম্বর বাংলাদেশের ক্রিকেটের চিরস্মরণীয় একটি দিন। যেখান থেকেই শুরু বাংলার ক্রিকেট আকাশে সাদা পোষাকের রঙ্গিন দিন। বাল্যকালের রঙ্গিন দিনটাকে আরও রাঙ্গিয়ে দেয়ার সুযোগ পাচ্ছে আফিফ-বিপ্লবরা।
আজ থেকে ১৯ বছর আগে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের শুরু হয় । তবে শুরুটা করতে পরিশ্রম করতে হয়েছিলো বাংলাদেশকে। এমন মাহেন্দ্র দিনের নবসুচনার আগে বাংলাদেশ ক্রিকেটের শুরু হয় ১৯৯৭ সালে। ১৯৯৭ সালে আইসিসির চ্যাম্পিয়ান ট্রফি জয়ের ফলস্বরূপ সূচনা হয় নতুন দিনের। ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মাধ্যমে ১৯৯৯ সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। প্রথম বিশ্বকাপেই বাজিমাত করে বসে সেই সময়ের দুর্জয়, আকরামদের বাংলাদেশ।
প্রথম বারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে স্কটল্যান্ডের পাশাপাশি হারিয়ে বসে সেই সময়কার শক্তিশালী পাকিস্তানকে। পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে নতুন আগমনী বার্তা দেয় বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে দারুন পারফরম্যান্স করার পর বাংলাদেশ আবেদন করে বসে টেস্ট স্ট্যাটাস পাওয়ার। সেই সময়কার আইসিসির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেটের পরমবন্ধু জগমোহন ডালমিয়ার সহযোগিতায় ২০০০ সালের ২৬ শে জুন সাদা পোষাকের মর্যাদা পায় বাংলাদেশ।
ফিরে দেখা ১০ নভেম্বর, ২০০০
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রিকেট থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছে। নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিলেও সেই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ভোলার অবকাশ নেই বাংলাদেশের প্রতিটি মানুষের। আজকের ক্রিকেটের রঙ্গিন দিনের শুরুটাই হয়েছিলো এই বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে।
২০০০ সালের ১০ নভেম্বর দিনটা ছিলো শুক্রবার। যা কি না বাংলার ক্রিকেট ইতিহাসের রঙ্গিন গালিচার দিন। এমন রঙ্গিন দিনের সাথে আরও একটা মিল ছিলো সেদিন। সেদিন ছিলো শবে বরাতের রাত। শুক্রবার সকাল ৯ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধন করা হয় স্মরণীয় টেস্ট। এছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন আইসিসির সভাপতি জগমোহন ডালমিয়া।
দুই দলের দুই অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৌরভ গাঙ্গুলীর টসের মাধ্যমে শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের সোনালী লগ্ন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। ঐতিহাসিক টেস্ট হওয়ায় বিশেষ ভাবে বানানো হয় টস কয়েন। ৫০ হাজার দর্শকের চিৎকার প্রতিটি ক্ষনে কানে বাজে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের।
সময় পেরিয়ে ১০ নভেম্বর, ২০০০ থেকে ১০ নভেম্বর, ২০১৯ সাল। দেখতে দেখতে পেরিয়ে গেলো ১৯ টি বছর। ১৯ বছর পর আবারও মুখোমুখি ভারত-বাংলাদেশ। ভারতের মাটিতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুইদল। ১৯ বছর আগের ঐতিহাসিক দিনের মতো আবারও মাঠে নামছে তারা। যা কি না ট্রফি নির্ধারনী ম্যাচ। ঐতিহাসিক দিনে ম্যাচ হওয়ায় আজকের ম্যাচের মাহাত্ম্যও অনেক বেশি।
সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে হারাতে পারলেই এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ । মুশি, রিয়াদ, আফিফ, বিপ্লব, নাঈমদের হাতে সুযোগ থাকছে ১৯ বছর আগের ঐতিহাসিক দিনকে আরও একটু রাঙ্গিয়ে দেয়ার। ভারতের নাগপুরে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।