নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও ভারত প্রথম বারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে। ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার চাওয়াতেই এ দিবারাত্রির টেস্ট ম্যাচ। সম্প্রতি বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। সভাপতি হবার পর থেকে ভারত ক্রিকেটে আসছে নানান পরিবর্তন।
দু ম্যাচ টেস্ট সিরিজের একটি দিবারাত্রির হতে যাচ্ছে। ইন্দোরে লজ্জাজনক ভাবে হেরে টাইগারদের লক্ষ্য এখন সিরিজ সমতা। ভারত ও বাংলাদেশ দলের ক্রিকেটরা বেশ রোমাঞ্চিত এ দিবারাত্রির টেস্ট ম্যাচকে ঘিরে। এ টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখার জন্য নানান উদ্যোগ নিয়েছেন গাঙ্গুলি। যার মধ্যে একটি হলো বাংলাদেশের অভিষেক টেস্টের স্কোয়াডে থাকা সবাই উপস্থিত থাকবেন।
তাদের সকলকে ২১ নভেম্বরের আগে কলকাতায় উপস্থিত থাকার কথা রয়েছে। তবে যাওয়া হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার রোকনের। বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম। যা বাংলাদেশ ক্রিকেটের বড় গর্ব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ দুজনের না যাওয়ার কথা উল্লেখ করেন। জানা যায় পরিবারসহ নিউজিল্যান্ডে অবস্থান করছেন শাহরিয়ার। যার ফলে দূরত্বটা অনেক, তাই তিনি যাচ্ছেন না। তাছাড়া সেঞ্চুরিয়ান বুলবুলের উপস্থিত না থাকার কারণটি পরিষ্কার নয়।
বিসিবি পরিচালক এবং অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এ বিষয়টি নিশ্চিত করেন। আজ (বুধবার) মিডিয়াকে তিনি বলেন, ‘আমি ও আকরাম ভাই আজই যাচ্ছি। তবে দু জন যাচ্ছে না, তারা হলো আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার।’ না যাবার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘শাহরিয়ার নিউজিল্যান্ডে। ওর জন্যে ওখান থেকে আসা অনেক দূর, তাই আসছে না। এ ছাড়া বাকি সবাই কালকের মধ্যে পৌঁছে যাবে।’
উল্লেখ্য, দিবারাত্রির টেস্ট ম্যাচটি আগামী ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে।