নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। প্রায় এক মাসের সফরে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। এখানে আফগানিস্তান বাংলাদেশের সাথে একটি টেস্ট ও বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। আগামীকালকের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই টেস্ট ম্যাচের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলে আফগানিস্তান ও বিসিবি একাদশ। যেখানে বিসিবি একাদশের সাথে আধিপত্য বিস্তার করে খেলেছে আফগানিস্তান।
আফগানিস্তান টেস্ট ক্রিকেটে নবাগত একটি দল। তারা সর্বশেষ টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দল। আফগানিস্তান ও আয়ারল্যান্ড দল সর্বশেষ টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ক্রিকেটে টেস্ট ক্রিকেট একটি সম্মানজনক একটি খেলা। আর ক্রিকেট খেলুড়ে দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি অনেক বড় সম্মানের। আফগানিস্তান দল ২০১৭ সালের ২২শে জুন আইসিসি টেস্ট স্ট্যাটাসের সম্মান দেয়। আর একই বছর ডিসেম্বরে আইসিসি টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে এবং ২০১৮ সালে ভারতের প্রথম টেস্ট খেলার শিডিউল ঠিক করে দেয়।
আফগানিস্তান এখন পর্যন্ত ২টি টেস্ট খেলেছে যারা একটি হেরেছে এবং একটি জিতেছে। আফগানিস্তানের টেস্ট অভিষেক হয়েছে ভারতের সাথে। তারা তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট খেলেছে ভারতের সাথে ভারতের মাটিতে ব্যাঙ্গালুরুতে ১৪ই জুন। যেই টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে। আফগানিস্তান তাদের দ্বিতীয় টেস্ট খেলেছে তাদের সাথে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ডের সাথে। যেই ম্যাচটি তারা জিতে যায় ৭ উইকেটের বিশাল ব্যবধানে। আর এটি তাদের ইতিহাসে প্রথম টেস্ট জয়।
আফগানিস্তান তাদের স্ট্যাটাস প্রাপ্তির পর এই প্রথম বাংলাদেশের সাথে টেস্ট খেলতে যাচ্ছে। এর আগে রঙিন পোশাকে আফগানিস্তান বাংলাদেশের সাথে খেললেও কখনো বাংলাদেশের সাথে সাদা পোশাকে খেলেনি। আগামীকাল প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আফগানিস্তান দলকে নেতৃত্ব দিবেন বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খান।
এই ম্যাচটি অনেক জমজমাট হয়ে যাচ্ছে তা বলাই যায়। বাংলাদেশ ঘরের মাঠে খুবই শক্তিশালী। আর আফগানিস্তান ক্রিকেট বিশ্বে নবাগত হলেও তারা তাদের সামর্থ্য দেখিয়ে যাচ্ছে। তাই বলা যায় আগামীকালের এই খেলাটা অনেক জমজমাট হবে।