নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আর মাত্র ঘন্টা দুয়েকের অপেক্ষা তারপরই মাঠে গড়াবে ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারত ও বাংলাদেশ দু’দলই প্রথমবারের মত গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে নামবে। এই ঐতিহাসিক টেস্টকে ঘিরে গোলাপি সাজে সেজেছে পুরো কলকাতা শহর।
সাদা পোষাকের ক্রিকেটের আধুনিক সংস্করণ এই দিবারাত্রির টেস্ট। ২০১৫ সালে প্রথমবারের মত মাঠে গড়ায় দিবারাত্রির টেস্ট। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড।
আজ দুপুর দেড়টায় কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। কিন্তু এবার প্রেক্ষাপটটা ভিন্ন। দু’দলের জন্যই হবে কঠিন পরীক্ষা যদিওবা শক্তিমত্তায় এগিয়ে থাকবে স্বাগতিকরাই।
চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে ইডেন টেস্টের একাদশঃ
ভারতঃ রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেদা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, মোঃ শামি, উমেশ যাদব।
বাংলাদেশঃ সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম/মেহেদী হাসান মিরাজ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান।