নিউজ ডেস্ক »
এশিয়া কাপ আয়োজন নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না। করোনা মহামারীর কারণে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তার উপরে রাজনৈতিক কারণে পাকিস্তানে যেতে রাজি নয় ভারতীয় ক্রিকেট দল। কয়েক দফা বৈঠকেও সুরাহা হয়নি এ দ্বন্দ্বের। সোমবার (৮’ই জুন) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বৈঠকেও কোন সিদ্ধান্ত দেয়নি এসিসি। তবে এশিয়া কাপের আয়োজনের দ্বায়িত্ব আসতে পারে লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে। দেশটির শীর্ষ স্থানীয় দৈনিককে এমনটিই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মি সিলভা।
গত সোমবারের অনুষ্ঠিত বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া না হলেও আগামী বোর্ড সভা অর্থাৎ ২৯’শে জুন পূর্নাঙ্গ সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে এসিসি৷ এদিকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনে ইতিবাচক সারা দিয়েছে পিসিবিও। শাম্মি সিলভা জানান, ‘করোনা পরিস্থিতির কারণে পাকিস্তান এ বছর এশিয়া কাপ আয়োজন করা নিয়ে শঙ্কার মধ্যে আছে। পিসিবির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। ভিডিও কনফারেন্সের এই বৈঠকে আমাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পিসিবি।’
তবে এশিয়া কাপ আয়োজন করতে শ্রীলঙ্কান সরকারের সাথেও কথা বলতে হবে বোর্ডটিকে। সরকারের সবুজ সংকেত পেলেই একমাত্র আয়োজন করতে পারবে এশিয়ার সবথেকে বড় এই টুর্নামেন্ট। তবে এসিসির এবং পাকিস্তানের পক্ষ থেকে পূর্নাঙ্গ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ২৯’শে জুন পর্যন্ত।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ