এবার ম্যাচ রেফারি রকিবুল হাসানকে বিসিবির তলব

নিউজ ডেস্ক »

চীফ ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে কর্মরত সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব করেছে বিসিবি। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে তলব করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আর গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। জানা যায়, এর আগেও বাংলাদেশের সাবেক অধিনায়ক ও চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসানকে সতর্ক করা হয়েছিলো বিসিবির পক্ষ থেকে। বিসিবির এই পরিচালক জানান, এর আগেও তাকে মৌখিকভাবে সতর্ক করার পরও সংযত হননি। একাধিকবার বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে গণমাধ‌্যমের কাছে তিনি নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। এ নিয়ে রীতিমত বিব্রত বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

তিনি বলেন, ‘প্রথমবার যখন উনি আমাদের কোচসহ বোর্ডের বিরুদ্ধে বক্তব্য দেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করি। উনি তখন আর কথা বলবেন না বলে জানান। কিন্তু এরপরও থামেননি তিনি। বিষয়টি বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত গড়ায়। এখন বোর্ড তাকে আনুষ্ঠানিকভাবে তলব করে জিজ্ঞেস করবে।’

 

এশিয়া কাপ ও মাহমুদউল্লাহ রিয়াদ ইস্যুতে সরগরম থাকা বিসিবি এখন বোর্ডের সাথে সংশ্লিষ্টদের কার্যকলাপে উত্তেজিত। গতকালই খবর বের হয় আরেক ম্যাচ রেফারি দেবব্রত পাল সরকার বিরোধী আন্দোলনের কারণে বিসিবি থেকে পদত্যাগ করেছেন। তাকেও মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো বিসিবির পক্ষ থেকে। কিন্তু তিনি সদুত্তর দিতে না পেরে বিসিবি থেকে পদত্যাগ করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »