নিউজ ডেস্ক »
এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বড় ধরনের ধাক্কা। আগামী আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিঙ আফ্রিকা সফর করার কথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক সুত্রমতে জানা গেছে, ভিরাট কোহলির দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেনা।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) তাদের বর্তমান নাজুজ অর্থনৈতিক পরিস্থিতি সামলে সিরিজটি আয়োজনে বিশাল পরিমাণ ব্যাংক লোন নিয়েছিল। তবে বর্তমান বৈশ্বিক কোভিড-১৯ মহামারী এখনো নিয়ন্ত্রণে না আসায় বিসিসিআই সফর না করার সিদ্ধান্ত নেয় যা সিএসএ’কে বেশ আর্থিক বেকায়দায় ফেলবে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, ‘হ্যাঁ, আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকা সফর না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোন দাপ্তরিক ঘোষণার দরকার নেই যেহেতু সিরিজটি ছিল এফটিপির বাইরে। সিএসএ আমাদের অনুরোধ জানিয়েছিল, আমরাও তাদের ভেবেছিলাম তাদেরকে সহযোগিতা করতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সফরের কোন সুযোগই নেই।’
‘যখন করোনা ভাইরাসের কারণে দক্ষিন আফ্রিকা সফর বাতিল হল, আমরা আলোচনা করেছিলাম যদি সুযোগ থাকে আমরা দক্ষিন আফ্রিকা সফর করার চেষ্টা করব। কিন্তু আগস্টে সফর করার ব্যাপারে আমরা সিএসএ’র সাথে প্রতিশ্রুতিবদ্ধ হইনি।’ -বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামাল বিষয়টি পরিস্কার করেন।
এটাও লক্ষণীয় যে বিসিসিআই গত কয়েকদিনে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফর বাতিল করেছে কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে। ভারতীয় জাতীয় ক্রিকেট দল এখনও অনুশীলন শুরু করতে পারেনি এবং এই পরিস্থিতিতে ভারত শীঘ্রই দক্ষিণ আফ্রিকা বা অন্য কোথাও সফর করবে না এটা অনুমেয়।
এইদিকে সিরিজটি মাঠে না গড়ালে সিএসএ’র অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে। এ প্রসঙ্গে সিএসএ’র ভারপ্রাপ্ত সিইও বলেন, ‘যদি ভারত সফরে না আসে, তবে সিএসএ বিশাল আর্থিক ক্ষতিতে পড়বে।’
নিউজক্রিকেট/এমএস