https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »
এবারের বিশ্বকাপ শুরুর পর থেকেই একের পর এক বিতর্ক যেন জেঁকে বসেছে। কখনও কখনও সেটা কোনো দলের হলেও আইসিসি পর্যন্তও গড়াচ্ছে অনেক ইস্যুই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ক্রিস গেইলের বিতর্কিত আউট, মহেন্দ্র সিং ধোনির গ্লাভস ইস্যু আর বৃষ্টি নিইয়ে তো এলাহি কাণ্ড ঘটেই চলেছে একের পর এক। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ তো বলেই দিয়েছেন অন্য দলের মত উইকেট তাদের দেয়া হয় না। অন্য দল ব্যাটিং সহায়ক উইকেট পেলেও পাকিস্তানের বেলা সেটা করা হয় বাউন্সি উইকেট। এবের সরফরাজের সাথে সুর মিলালো শ্রীলঙ্কা।
পাকিস্তানের অধিনায়কের মত লঙ্কান দলের ম্যাএজারেরও একই অভিযোগ অন্যান্য দলগুলোকে ব্যাটিং সহায়ক উইকেট দেয়া হলেও তাদেরকে দেয়া হচ্ছে ঘাস যুক্ত উইকেট। ফলে নিজেদের সেরাটা দিয়ে খেলতে ব্যর্থ হচ্ছে তারা।
শ্রীলঙ্কা দলের ম্যানেজার বলেন, ‘আমাদের চারটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে কার্ডিফ এবং ব্রিস্টলে। তবে অন্যান্য দলের চেয়ে আমাদের জন্য ভিন্ন উইকেট তৈরি করেছে আইসিসি। অন্য দলের সময় যেখানে ব্যাটিং বান্ধব ও হাইস্কোরিং উইকেটে খেলা হয় সেখানে আমাদের বেলা থাকে উল্টো চিত্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটি ওভালে হতে যাচ্ছে সেখানেও সম্ভবত সবুজ উইকেট করা হবে। এ নিয়ে আমরা অভিযোগ জানাচ্ছি না কিন্তু এটা আমাদের প্রতি অবিচার। এখানে নির্দিষ্ট দলকে সুবিধা প্রদান করা হচ্ছে।’
শুধু উইকেটই নয়, তাদের অভিযোগ হোটেলেও পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না তারা। ‘কার্ডিফে অনুশীলন ব্যবস্থাও সন্তোষজনক নয়। অনুশীলনের সময় তিনটি নেট দেয়ার কথা থাকলেও আমাদের দেয়া হয়েছে দুইটি নেট। ব্রিস্টলের হোটেলে রাখা হয়নি সুইমিং পুল ব্যবস্থাও যা পেস বোলারদের জন্য অতুন্ত গুরুত্বপূর্ণ।’