https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর যেন শুরু থেকেই বিতর্কের পসরা সাজিয়ে বসেছে। বিশ্বকাপের মত বৈশ্বিক আসরে একের পর এক বিতর্কে জর্জরিত হচ্ছে আইসিসি। টুর্নামেন্টের শুরুর দিকেই অজিদের বিপক্ষে ম্যাচে ক্রিস গেইলের বিতর্কিত আউট। এরপর একে একে ধোনির গ্লাভস কাণ্ড কিংবা পাকিস্তানের পক্ষ থেকে পিচ নিয়ে অভিযোগ করা হয় আইসিসির বিরুদ্ধে। সব শেষ এই পালে হাওয়া দেয় শ্রীলঙ্কাও।
লঙ্কান দলের ম্যানেজারের পক্ষ থেকে আইসিসির বিরুদ্ধে অভিযোগ করা হয় উইকেট নিয়ে। বিশেষ দলকে সুবিধা দিতেই আইসিসি এমন পিচ তৈরি করছে বলে জানানো হয় দলের ম্যানেজারের পক্ষ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পরাজয় বরণ করার দিন সংবাদ সম্মেলন পর্যন্ত বর্জন করে শ্রীলঙ্কা দল। এবার এই ইস্যুতে আইসিসিকে এক হাত নিয়েছেন সাবেক লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।
তিনি বলেন, ‘বিশ্বকাপের মত আসরে সবাই নিরপেক্ষ উইকেটই চায়। তবে দুর্ভাগ্যবশত এই আসরে সেটা নিয়মিত করা হচ্ছে না। এসবের সাথে প্রতিটি দলগুলোকে খাপ খাইয়ে নিতে হয়। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকটি দল এ নিয়ে বিরক্তি প্রকাশ করছে। শ্রীলঙ্কার বিপক্ষেও সম্ভব নয় পুরো প্লেয়িং এরিয়া কাভার করা, এটা দুঃখজনক। এটা করতে গেলে প্রচুর জনবল (ক্রিকেটার) প্রয়োজন।’
‘ইংল্যান্ডের মাঠের ড্রেনেজ সিস্টেমগুলো অসাধারণ এটা মানতেই হবে। কিন্তু ব্রিস্টলে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে সূর্যের মধ্যেও আউটফিল্ড ভেজা ছিল বলে ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। আবার সাউদাম্পটনে প্রচুর বৃষ্টি থাকার পরও উইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ হয়েছিল।’