এনসিএলে বইছে পরিবর্তনের সুভাস, বেড়েছে বেতন-ভাতা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটারদের আন্দোলনের সুফলের হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই। জাতীয় লীগের ২ স্তরে বেতন বেড়েছে অনেকটাই। যার ব্যাপারে সোমবার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়। প্রত্যেক প্লেয়ার সবরকমের সুযোগ – সুবিধা পাবেন।

বিশদভাবে বলতে গেলে ১ম স্তরের প্লেয়ারদের পূর্বে বেতন ছিলো ৩৫ হাজার, যা বর্তমানে উন্নীত করা হয়েছে ৬০ হাজার টাকায়। ২য় স্তরের প্লেয়ারদের বেতন পূর্বে ছিলো ২৫ হাজার, বর্তমানে দ্বিগুণ করে করা হয়েছে ৫০ হাজার টাকা। এবং পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য ভাতাসমূহ। পূর্বে দৈনিক ভাতার পরিমাণ ছিলো ১৫০০টাকা, বর্তামানে উন্নীত হয়েছে ২৫০০ টাকায়।

এছাড়াও যাতায়াতের জন্য ব্যবস্থা করা হবে বিমানের। যার খরচ সম্পূর্ণ দল বহন করবে৷ আর বিকল্প ব্যবস্থা হিসেবে এক ভেন্যু থেকে অন্যত্র যাওয়ার জন্য ভাড়া বাড়িয়ে করা হয়েছে ৩৫০০ টাকা৷ পাশাপাশি প্লেয়াররা পাবেন শীতাতপ নিয়ন্ত্রিত বাস। এবং প্লেয়ারদের রাখা হবে শীতাতপ নিয়ন্ত্রিত আর উন্নত ব্যবস্থা সম্পন্ন হোটেলে। চলমান লীগের প্রথম স্তরের ম্যাচ হতেই কার্যকর হবে নতুন বেতন – ভাতা।

আশা করা যায় ক্রীড়াঙ্গনের আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। যার ফলে অদূর ভবিষ্যতে নতুনরা ক্রিকেটের দিকে আরো ঝুঁকবে। পাশাপাশি প্রত্যাশা রইলো ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় রাখবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »