এডওয়ার্ডস-রামপালের পর কোলপাক চুক্তিতে কামিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের দেশ ও দেশের ক্রিকেট ছেড়ে ইংলিশ কোন কাউন্টিতে কোন ক্লাবের হয়ে খেলার চুক্তিতে আসাটাই আসলে কোলপাক চুক্তি। এখন পর্যন্ত বিভিন্ন দেশের অনেক নামিদামি ক্রিকেটারই কোলপাক চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে ইংলিশ কাউন্টি মাতাচ্ছেন। এবার নতুন করে যোগ হলো উইন্ডিজদের আরও একজন। ফিদেল এডওয়ার্ডস ও রবি রামপালের পর কোলপাক চুক্তিতে ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের যোগ দিলেন উইন্ডিজের জাতীয় দলের হয়ে খেলা ডানহাতি পেসার মিগুয়াল কামিন্স। ফিদেল এডওয়ার্ডস খেলেছেন হ্যাম্পাশায়ারের হয়ে ও রামপাল খেলেছেন ডার্বিশায়ারের হয়ে।

২০১৪ সালে উইন্ডিজের জাতীয় দলের জার্সিতে অভিষেক হলেও খুব একটা বেশি ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের জার্সিতে। উইন্ডিজের রঙ্গিন পোষাকে খেলেছেন মাত্র ১১ টি ওয়ান যেখানে তাঁর উইকেট সংখ্যা মাত্র ৯ টি। আর সর্বশেষ জাতীয় দলের রঙ্গিন পোষাকে খেলেছেন ২০১৭ সালে। আর ২০১৬ সালে টেস্টে অভিষেক হওয়া কামিন্স সাদা পোষাকে খেলেছেন ১৪ টেস্ট সেখানে তার উইকেট সংখ্যা ২৭ টি।

কামিন্সের এই কোলপাক চুক্তির পিছনের হাতটা অবশ্য উইন্ডিজের সাবেক কোচ স্টুয়ার্ট ল এর । উইন্ডিজের কোচ থাকা অবস্থায় কামিন্সকে খেয়াল করেছেন তিনি। এখন অবশ্য মিডলসেক্সের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। তাঁর পছন্দেই মিডলসেক্সের ক্লাবে তাকে নিয়েছেন তারা। মিডলসেক্সের পরিচালক আনগুস ফ্রাসার বলেন আমি তার বোলিংয়ের ভিডিও গুলো দেখেছি আমার কাছে ভালো লেগেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »