এটা অনেক বেশি হতাশাজনক, খারাপের চেয়েও খারাপ

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যে টেস্ট ম্যাচটি হেরেছে সেটা নিয়ে এখন চলছে কাঁটাছেঁড়া। টিম ম্যানেজমেন্ট দলে কোনো পেসার নেয়নি। স্পিন আক্রমণ নিয়ে ঘরের মাঠে ফায়দা তুলে নিতে ব্যর্থ হয়েছে টাইগাররা। উল্টো আফগান বোলারদের সামনে খাবি খেয়েছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

বাংলাদেশ দলের এমন পরাজয়ের পর স্বভাবতই সমালোচনা হচ্ছে ভক্ত থেকে শুরু করে সব মহলেই। হবেই বা না কেন? এমন হার তো আর কোনো সজক্তিশালি দলের বিপক্ষে হয়নি! হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশে আসার আগে আফগানরা আরব আমিরাতে জোর অনুশীলন করে সেটারই প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে চট্টগ্রামে।

নবীন আফগানদের বিপক্ষে লজ্জার হার বরণ করে নেয়ার পর সাকিবের মতে এমন পরাজয় খুবই খারাপ। শুধু খারাপ তো নয়, এরচেয়ে নিচু বলেও আখ্যা দেন তিনি। সাকিবের ভাষ্য, ‘খুবই খারাপ (এমন পরাজয়), অনেক বেশি খারাপ। খারাপের চেয়ে যদি নিচে কিছু থাকে তাহলে সেটা। এটা অনেক বেশি হতাশাজনক। যত নেতিবাচক বলা যায় আসলে সেটা বলতে পারেন।’

আফগানদের প্রশংসা করে সাকিব আরও বলেন, ‘ওরা যেভাবে খেলে আমরা চাপেই ফেলতে পারিনি। এতে অবশ্যই আফগানিস্তান লেটার মার্ক প্রাপ্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »