নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে শুরুর দিক থেকে এখন পর্যন্ত আফগানদের কাছে পাত্তাই পায় নি বাংলাদেশ। এই টেস্টের প্রথম তিন দিন শেষে চালকের আসনে আফগানিস্তান আর ব্যাকফুটে টিম টাইগার্স। আরেকটা সহজ করে বললে রীতিমত কোণঠাসা হয়ে পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। আজকের দিনের খেলা শেষে আফগানিস্তানের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৭৪ রান, হাতে রয়েছে আরো দুটি উইকেট। কিন্তু কাজ অসম্ভব হলেও জয়ের আশা ছাড়তে নারাজ তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শেষ বিকেলে আলো কমে আসলে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই এই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। চট্টগ্রামের আকাশের আলোর সাথে একটু একটু করে কমে যাচ্ছে বাংলাদেশের জয়ের আশাও। প্রথম ইনিংসে আফগান স্পিনারদের বোলিংয়ে বেসামাল হয়ে মাত্র ২০৫ রানেই গুটিয়ে যাওয়া বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য অপেক্ষা করছে। আর পিচের কন্ডিশন বলছে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করা রূপকথার গল্পের মতই অবাস্তব। এমন লক্ষ্য টপকানোর কোন রেকর্ডও নেই বাংলাদেশের। তবুও আশা ছেড়ে দিতে নারাজ টাইগাররা। ৩য় দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়া মেহেদী মিরাজ বলেন, “আমরা চেষ্টা করে যাবো যেহেতু আমাদের হাতে সময় আছে আরো দুদিন। আমাদের প্রধান কাজ হলো কাল যত দ্রুত সম্ভব তাদের বাকি দুটো উইকেট তুলে নেওয়া। আর এরপরই আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলবে, নিজের দায়িত্ব বুঝবে এবং দায়িত্ব পালনও করতে হবে।” “আসলে ক্রিকেট খেলায় সবই হতে পারে। হারা ম্যাচও জেতা যায় আবার জেতা ম্যাচও হারা যায়। আর এমন অঘটন অনেক ঘটেছে ক্রিকেটের ইতিহাসে। আমি যেমন দেখছি, আপনারাও জানেন। তবে আমাদের পক্ষ থেকে সেরা চেষ্টাটা করতে হবে।” যোগ করেন মিরাজ। মিরাজ নিজেও জানেন কাজটা মোটেও সহজ না। আর তিনি এ ব্যাপারে আরো বলেন, “ব্যাটসম্যানদেরই চ্যালেঞ্জ নিতে হবে। এরকম বড় স্কোর টপকাতে গেলে অবশ্যই ব্যাটসম্যানদেরকে এবং দলের সবাইকে কন্ট্রিবিউশন করতে হবে।”