এক বছরের নিষেধাজ্ঞার কবলে আফতাব আলম

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিস ক্রিকেট বিশ্বকাপে আফগানদের সময়টা কেটেছে দুস্বপ্নের মত। প্রথম পর্বে নিজেদের কোটার একটি ম্যাচেও জিততে পারেনি। চরম ব্যর্থ দলটির জন্য এবার এলো আরও একটি দুঃসংবাদ।

আফগানিস্তানের পেসার আফতাব আলমকে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে। শুধু তাই নয় আফগান ক্রিকেট বোর্ড তার সাথে কেন্দ্রীয় চুক্তিও বাতিল করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ সাউদাম্পটনে এক নারী ভক্তের সাথে দুর্ব্যবহার করেছেন তিনি। ঘটনার জেড়ে বিশ্বকাপ থেকেই তাকে বাদ দেয়া হয়! ঘটনার তদন্তের জন্য আফতাবকে আইসিসির দুর্নীতি দমন সেলে ডাকা হলে সেখানেও যাননি তিনি। ফলে তদন্তে অসহযোগিতা করায় তাকে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ করার পর এবার এক বছরের জন্যই নিষিদ্ধ করা হয়েছে।

এখানেই শেষ নয়, ভারত-পাকিস্তান ম্যাচের দিনও স্টেডিয়ামে ঝামেলায় জড়ান আফতাব। নিজের বন্ধুর জন্য ভিআইপি পাস দাবি করে মাঠে প্রবেশ করে সেখান থেকে অতিথি কক্ষে যান তিনি। সেখান থেকে তাকে প্রস্থানের কথা বলা হলেও অনড় থাকেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »