এক টিকিটেই পরবর্তী ম্যাচ দেখার সুযোগ পাবে পাকিস্তানি দর্শকরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০০৯ সালের মার্চ মাসের ৩ তারিখের এক সন্ত্রাসী হামলার ১০ বছর পর পাকিস্তানে গড়াতে যাচ্ছিলো কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এবারও পাকিস্তানের প্রতিপক্ষ সেই হামলার শিকার শ্রীলঙ্কা। এক দশক পরে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে পিসিবি থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের ভিতরেও ছিলো দারুন উত্তেজনা। সব আশায় যেনো জল ঢেলে দিলো প্রকৃতি। বৃষ্টি বাধায় গত ২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি পন্ডু হয়। খেলা শুরুর সময়ের ৪০ মিনিটেই ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করে ম্যাচ অফিসিয়ালরা। এমনকি দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয় ২৪ঘন্টা। সিডিউল পরিবর্তন করে ২৯ তারিখের ম্যাচটি পিছিয়ে ৩০ তারিখ হওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি।

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান না হওয়ায় হতাশায় ভুগতে থাকা দর্শকদের জন্য সুখবরই নিয়ে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম ম্যাচের টিকিট দিয়েই দ্বারাই দ্বিতীয় ম্যাচ দেখা যাবে এবং যদি কেউ চায় তবে প্রথম ম্যাচের টাকা ফেরত দেবার ঘোষনা দেয় পিসিবি। আর এতেই কিছুটা সস্তির নিঃশ্বাস ফেলেন পাকিস্তানি ভক্ত-সমর্থকরা।

এখন প্রশ্ন উঠেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কেনো এমন সিদ্ধান্ত নিলোনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। যেখানে বিশ্বের চতুর্থ ধনী বোর্ডের নাম বিসিবি!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »