এক ওভারে ৫ উইকেট, আল আমিনের পাশে মিঠুন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এক ওভারে ৫ উইকেট নিয়ে টি২০ ক্রিকেটের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন ভারতীয় পেসার অভিমন্যু মিঠুন। এর আগে এই রেকর্ডটি ছিলো শুধুই বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসাইনের।

ইনিংসের শেষ ওভারে প্রথম ৪ বলে ৪ উইকেট সহ মোট ৫ উইকেট নিয়েছেন তিনি। মাঝে শুধু পঞ্চম বলে একরান এবং একটি ওয়াইড বলে ২টি রান দিয়েছিলেন এই পেসার। এ সময় তিনি হিমাংশু রানা,রাহুল তেওয়াটিয়া, সুমিত কুমার, অমিত মিশ্র ও জয়ন্ত যাদবকে ফেরান।

মাঠের পারফর্মেন্স ভালো কাটলেও মাঠের বাইরে অস্বস্তিকর সময় কাটাচ্ছেন ভারতীয় এই পেসার৷ কর্নাটক প্রিমিয়ার লিগ (কেপিএল) এ ফিক্সিং এর দায়ে কর্নাটক পুলিশের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্জ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। তিনিই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার যাকে কেপিএল এ স্পট ফিক্সিং এ সন্দেহে সমণ পাঠানো হয়েছে।

গত অর্ধ যুগ আগ বিজয় দিবস কাপ টুর্নামেন্টে আবাহনীর বিপক্ষে ইউসিবি বিসিবি একাদশের হয়ে প্রথমবারের মত টি২০ ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট শিকার করেন আল আমিন হোসাইন৷ ইনিংসের শেষ ওভারে নাজমুল হোসেন মিলন, মেহেদী মারুফ, সোহরাওয়ার্দী শুভ, নাইম ইসলাম জুনিয়র, নাবিল সামাদ এবং শুভাশিষ রায়কে ফিরিয়ে এ রেকর্ড গড়েছিলেন তিনি

উল্লেখ্য, অভিমন্যু মিঠুন ভারতের হয়ে ৪টি টেস্ট এবং ৫ টি ওডিআই ম্যাচ খেলেছেন৷ নিয়েছেন যথাক্রমে ৯টি ও ৩টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »