নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে নিয়মিত অনেক ক্রিকেটারই নেই। ফলে নুরুল হাসান সোহানের নেতৃত্বে সিনিয়রদের ছাড়া জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে সোহান অধিনায়কত্ব করলেও ভবিষ্যতে তার একাদশে জায়গা পাওয়া নিয়ে সন্দিহান নাজমুল হাসান পাপন।
যদিও সোহানকে টি-টোয়েন্টির জন্য ফিট মনে করছেন তিনি। আজ বার্মিংহাম থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন পাপন।
তিনি বলেন,”উদাহরণ হিসেবে এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান আমাদের ভালো ফাইন্ড। টি-টোয়েন্টির জন্য সোহান খুবই ফিট, মনে হচ্ছে এখনও। কিন্তু একটা-দুটো খেলা দেখে তো বোঝা যাবে না সময় বলতে পারবে। তাই বলে ও (সোহান) যে সেরা একাদশে জায়গা পাবে কিনা এটা কিন্তু আমরা জানি না, যখন সবাই জয়েন করবে।”
এছাড়া বিসিবি সভাপতি জানিয়েছেন, মুশফিক-রিয়াদকে বিশ্রাম দেয়া হয়েছে। মূলত সিনিয়রদের জায়গায় নতুন ক্রিকেটার তৈরি আছে কিনা সেটা পরীক্ষা করতেই জিম্বাবুয়েতে সিনিয়র ব্যাটারদের পাঠানো হয়নি বলে জানান পাপন।
এ প্রসঙ্গে পাপন বলেন,”ব্যাপারটা খুবই সিম্পল। এই সিরিজে (জিম্বাবুুয়েতে যেটা যাচ্ছে) এখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে সেটা আগেই ঠিক করা ছিল। সাকিব এই দলে তো নেই কিন্তু সাকিব কি খেলবে না? সাকিব তো বিশ্বকাপ খেলবেই। এখানে আরও অনেক সিনিয়র খেলোয়াড় আছে মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকে বাদ দেয়া হয়নি। এখন সমস্যাটা হচ্ছে কি একজন খেলোয়াড়কে না পাঠিয়ে দুজনকে পাঠাই তাহলে কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে না। এখন ব্যাটিংয়ে সিনিয়র যারা খেলে সবসময় একেকটা পজিশন নিয়ে ওই জায়গাটা পরীক্ষা করে দেখছি বিকল্প আমাদের কি করা আছে বা আমাদের কোনো কিছু আছে কিনা।”