নিউজ ডেস্ক »
ক্রিকেটপাড়ায় কয়েক মাস ধরে নতুন সদস্যদের আগমনের হিড়িক পরেছে। ক্রিকেটারদের ঘর আলো করে জন্ম নিচ্ছে নতুন শিশু। তামিম ইকবাল, মাহমুদ রিয়াদ, সাকিব আল হাসান এবং সর্বশেষ গত ১০’ই মে প্রথম সন্তানের বাবা হলেন এনামুল হক বিজয়। বৃহস্পতিবার মেয়ের জন্মের চতুর্থ দিনে তার নামকরণ করেন এনামুল হক বিজয়৷ একমাত্র মেয়ের নাম রাখেন “আলভিনা হক তোহফা”।
নিজের নাম এনামুল হক বিজয়ের সাথে মিল রেখেই মেয়ের নাম আলভিনা হক তোহফা রাখেন বিজয়। এ নামের ৩ টি অংশের আলাদা অর্থ রয়েছে। আলভিনা শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ, হক শব্দের অর্থ সত্য এবং তোহফা শব্দের অর্থ উপহার। যার মিশ্রণে নাম রাখা হয়েছে আলভিনা হক তোহফা।
মেয়ের নাম নিশ্চিত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন এনামুল হক বিজয়। এসময় বিজয় লেখেন, ‘আলভিনা হক তোহফা আমাদের ঘরের আলো। ছোট্ট একটি ফুল। নিস্পাপ একটা প্রাণ। আসলে বাবা হিসেবে আমার মনের অনুভূতিটা যথাযথভাবে প্রকাশ করতে পারছি না। সবার কাছে শুধু একটুখানি দোয়া চাচ্ছি আমাদের মেয়ের সুন্দর এবং নিরাপদ জীবনের জন্য।’
উল্লেখ্য, গত ২০১৮ সালের ২৯’শে জুন দীর্ঘ ৯ বছরের প্রেমের ইতি টেনে বিবাহ বন্ধে আবদ্ধ হন এনামুল হক বিজয় এবং ফারিয়া ইয়াসমিন ইরা। এরপর গত ১০’ই মে প্রথম সন্তানের বাবা হন এনামুল হক বিজয়৷
বাংলাদেশ সময়: ৯:২০ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ