“একজন একশো আর একজন দেড়শ করলেই হবে”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হার এখন কেবলই সময়ের ব্যাপার। এমন ভাবনাটা আফগান সমর্থকদের না শুধু, বাংলাদেশের পাগল সমর্থকরাও এমনটাই মনে করছেন। বৃষ্টির কারণে আজ চতুর্থ দিনে পুরো ওভার খেলা হয়নি। সকালের সেশনের পরে বিকেলের সেশনেও বাঁধা দিয়েছে বৃষ্টি। চট্টগ্রাম টেস্টের শেষ দিনেও আছে বৃষ্টির সম্ভবনা। আফগানদের বিপক্ষে এই টেস্ট জয়ের জন্য প্রয়োজন আরো ২৬২ রান, হাতে উইকেট আছে মাত্র ৪ টি। আর এই ম্যাচ থেকে বের হওয়ার দুটি উপায় দেখছেন বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান।

যেখানে দলের ভরসা প্রতীক বা মূল ব্যাটসম্যানরা থাকার পরেও মাত্র ১৩৬ রান করতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ সেখানে হাতে থাকা বাকি ৪ উইকেটে ২৬২ রান করাটা অসম্ভব। তবে এই অসম্ভব ব্যাপারটায়ও আশাবাদী অধিনায়ক সাকিব। সংবাদ সম্মেলনে এসে জানালেন নিজের দেড়শ আর অন্য কেউ একশ রান করলেই জয় পাওয়া সম্ভব।

সাকিব বলেন, “টেস্ট জিততে আর দরকার কত রানের? ২৭০? একজন যদি দেড়শ আর একজন যদি একশ বিশ করে তবেই তো হয়ে যায়। আমি যদি দেড়শ রান করি তবে অন্য প্রান্ত থেকে আরেকজনকে একশ করতে হবে। সেটা সৌম্যকে করতে হবে এখন।”

অধিনায়ক যেটা বললেন সেটা একদমই অসম্ভব নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। রশিদ-নবী-জহিররা যেখানে কোন ব্যাটসম্যানকেই উইকেটে দাঁড়াতে দেয় নি সেখানে এত রান করা মোটেও সহজ হবে না। অবশ্য এই টেস্ট থেকে বাঁচার আরেকটা রাস্তা সাকিব দেখিয়েছেন। যদি সম্ভবনা বাস্তবে পরিণত হয় আর কাল চট্টগ্রামে সারাদিন বৃষ্টি হয় তবে বেঁচে যেতে পারে বাংলাদেশ। সাকিব “বৃষ্টি বাঁচাতে পারে” কথাটি মজা করে বলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »