https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে যেন রেকর্ডের পসরা সাজিয়ে বসেছেন ক্রিকেটাররা। আগের যুগের ক্রিকেট থেকে আধুনিক ক্রিকেট অনেকটা গতিশিল। ফলে ব্যাট কিংবা বল হাতে দুইদিকেই ব্যাটসম্যানরা নতুন নতুন রেকর্ডের জন্ম দিচ্ছেন।
এবারের আসরে নিউজিল্যান্ড দলের সফলতার চাবিকাঠি যেন সব ম্যাচেই ছিল অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে। প্রতি ম্যাচেই ধারাবাহিকভাবে রান করে দলের বিপর্যয়ে হাল ধরার ক্ষেত্রে সবচেয়ে পটু এই ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে গড়েছেন আরও একটি রেকর্ড।
এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করার রেকর্ড এতদিন ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। অধিনায়ক হিসেবে ২০০৭ বিশ্বকাপের আসরে ১১ ইনিংস ব্যাট করে জয়াবর্ধনে করেন ৫৪৮ রান। এদিকে বিশ্বকাপের ২০১৯ আসরে এসে জয়াবর্ধনের সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
অধিনায়ক হিসেবে এই আসরে ৮ ইনিংস খেলে উইলিয়ামসনও ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ৮ ইনিংসে রান করেছেন ৫৪৮। অর্থাৎ জয়াবর্ধনের চেয়ে ৩ ইনিংস কম খেলেই সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন উইলিয়ামসন।