উইলিয়ামসনের সেঞ্চুরিতে রান পাহাড়ে নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাউন্ট মুঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে দিন শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের চেয়ে ৫২৮ রানে এগিয়ে কিউইরা, হাতে রয়েছে আরও ৬ উইকেটে।

৪ উইকেটে ৮০ রান নিয়ে তৃতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিন বেশি সুবিধা করতে পরেনি প্রোটিয়ারা। ৭ ‍উইকেটে ১২৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় তারা। আর দ্বিতীয় সেশনের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। কিউই বোলার ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার ৩টি করে এবং কাইল জেমিসন ও রাচিন রবিন্দ্র ২টি করে উইকেট নেন।

৩৪৯ রানে এগিয়ে থাকা কিউরা প্রোটিয়াদের ফলো অনে ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। ১ উইকেটে ২৭ রানে নিয়ে চা বিরতিতে যায় তারা। তৃতীয় সেশনে কিউইদের ইনিং প্রায় একাই টেনে নিয়ে যান উইলিয়ামসন। ফিফটির দেখা পান তিনি। ডেভন কনওয়েকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৯২ রানের জুটি।। কনওয়ে আউট হন ২৯ রান করে।

এরপর প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান রাচিন রবিন্দ্রকে নিয়ে রান তোলেন উইলিয়ামন। দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিয়সের মতো দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি তুলে নেন এই অভিজ্ঞ ব্যাটার। রাচিন ১২ রান করে আউট হন। আর উইলিয়ামসন ১০৯ রান করে দিনের শেষ ভাগে এসে দলীয় ১৭৩ রানে আউট হন। দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »