নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার প্রদান করা হয় এই পুরষ্কার। ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জেসন হোল্ডার। আর নারী দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার দেয়ান্দ্রো দটিন।
ক্যারিবীয় ক্রিকেটের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন উইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার। এর পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরষ্কারও জিতেছেন জেসন হোল্ডার। আর টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব জিতেছেন শাই হোপ। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার কেমো পল। আর উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন ওশান থমাস।
আর বর্ষসেরা নারী পুরষ্কারের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নারী দলের অলরাউন্ডার দেয়ান্দ্রো ডটিন।