নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ সালের উইজডেন বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এবাদত হোসেন। গত বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই অসাধারণ খেলার কারণেই উইজডেনের গত বছরের স্পেল অফ দ্য ইয়ার কাউন্টডাউনে প্রথম স্থান অধিকার করেছেন এই টাইগার পেসার।
উইজডেনের সেরা হওয়ার লড়াইয়ে এবাদতের প্রতিদ্বন্দ্বি হিসেবে তালিকায় ওলি রবিনসন, ম্যাট হেনরি, প্যাট কামিন্সের আরও তারকা ক্রিকেটারদের নাম ছিল। এসব তারকাদের ভিড়ে সেরা হয়েছেন এবাদত।
গত বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে ৮ উইকেটের জয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন এবাদত। যেখানে ৪৬ রান খরচ করেছিলেন তিনি। পুরো ম্যাচে এবাদত নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে এক উইকেট নিতে তার খরচ হয় ৮৬ রান।
এবাদতের ইতিহাস গড়া স্পেল নিয়ে উইজডেন একটা আর্টিকেলে লিখেছে, ‘এবাদত হোসেন খুব বেশি গতিময় কিংবা সুইং পেসার নয় এমনকি ছয় ফিটের অধিক লম্বা নয়। কিছু সময়, আপনাকে দুর্দান্ত স্পেল করার জন্য অবশ্য এসবের কিছুই হতে হবে না। আপনার পরিশ্রম আপনাকে প্রাপ্য সম্মানটা দিয়ে দেবে।
এবাদতের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে নিজের দলের অসাধারণ জয়ের নায়ক হওয়া, সময়ের সেরা স্পেল আদায় করা কল্পনার বাইরের বিষয়। ২০২২ সালের সেরা বোলিং স্পেল হিসেবে আরও অনেক বড় নাম বা ফিগার হয়ত থাকতে পারে কিন্তু এবাদতই শীর্ষ জায়গা পাচ্ছে।’
এস.আর/নিউজক্রিকেট২৪