ইন্দোরে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালে কোহলি ভক্তের কান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খেলা চলাকালে ভক্তদের মাঠে প্রবেশ করার কান্ড ঘটেছে বহুবার। সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। এইতো চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্থান ম্যাচ চলাকালে একজন সাকিব ভক্ত মাঠে প্রবেশ করে। ফলশ্রুতিতে তাকে যেতে হয়েছে জেলে। এর আগে এমন কান্ড ঘটেছে মিরপুরে, মাশরাফির এক ভক্ত ম্যাচ চলাকালে মাঠে প্রবেশ করে মাশরাফিকে জড়িয়ে ধরে।

ঠিক এমন এক কান্ড ঘটেছে এবার ইন্দোরেও। ইন্দোরে গ্যালারি টপকে মাঠে ডুকে পড়েন বিরাট কোহলির এক ভক্ত। শনিবার ইন্দোরের হোলকায় বাংলাদেশ তখন দ্বিতীয় ইনিংসের ব্যাট করছিল।

পানি পানের বিরতিতে গ্যালারির দেয়াল টপকে মাঠে প্রবেশ করে সেই যুবক। তার পিঠে লেখা ছিল ‘ভিকে’ ও ‘১৮’। মাঠে নেমেই দৌড়ে চলে যান বিরাটের কাছে। এরপর কুর্নিশ করতে দেখা যায় ওই যুবককে। পর্ববর্তীতে নিরাপত্তা বাহিনী এসে ওই যুবকে মাঠের বাইরে নেওয়ার চেস্টা করলেও বাধা প্রদান করেন বিরাট কোহলি।

ভারতীয় গণমাধ্যমের এক বিবৃতিতে জানা যায়, বিরাট কোহলি নিরাপত্তা কর্মীদের বলেন, তারা যেন ভক্তদের প্রতি কড়া ব্যবহার না করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »