নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বল টেম্পারিং কান্ডে জড়িয়ে ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল অ্যাশেজ সিরিজে টেস্ট দলে ফেরেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।তবে পুরো অ্যাশেজে ভুগেছেন রান খরায়।
পাকিস্তান বিপক্ষে চলতি টেস্ট সিরিজেই নিজের ছন্দ ফিরে পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।প্রথম টেস্টে সেঞ্চুরির(১৫৪) পর এবার অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে প্রথমবারের মতো ত্রি-শতকের দেখা পেয়েছেন তিনি।ইনিংস ঘোষণার আগ পর্যন্ত ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩৫ রানে। ফলে টপকে গেছেন কিংবদন্তি স্যার ডন ব্রেডম্যান ও মার্ক টেলরের ৩৩৪ রানের ব্যক্তিগত ইনিংস কে। একই সাথে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন ওয়ার্নার।
ওয়ার্নার যেভাবে এগুচ্ছিলেন তাতে ব্রায়ান লারার ৪০০* কিংবা ম্যাথু হেইডেনের ৩৮০ রানের মহাকাব্যিক ইনিংস টপকে যাওয়া সময়ের ব্যাপার ছিলো। তবে ওয়ার্নারকে সে সুযোগ না দিয়ে ইনিংস ঘোষণা করায় ভক্ত সমর্থকদের রোষানলে পড়েছেন অজি অধিনায়ক টিম পেইন।
তবে, দিনশেষে ওই সময় ইনিংস ঘোষণার ব্যাখ্যা দিয়েছেন ডেভিড ওয়ার্নার।তিনি বলেন, ‘আমি মোটেও তেমন মনে করি না। আগামীকালের আবহাওয়া পূর্বাভাস আমাদের মাথায় ছিল। এবং আমরা আমাদেরকে অনেক সময় দিতে চেয়েছিলাম। আজ আমরা যে কটা ওভার পেয়েছি তাতে গোটা দুই উইকেট নিয়ে নিতে চেয়েছিলাম। আমরা ওদের ৬ উইকেট তুলে নিয়েছি। আগামীকাল যদি বৃষ্টি হয় তবে বোলাররা ভালো বিশ্রাম পাবে এবং খেলা শুরু হলে শেষ দুই দিনে কেবল ১৪ উইকেট নিতে মাঠে নামবে। আমাদের মাথায় কোন রেকর্ড ভাঙার কথা ছিল না।’
ভক্ত-সমথর্ক’রা যেখানে ইনিংস ঘোষণার জন্য অধিনায়ক টিম পেইন কে দুষছেন তখন ওয়ার্নার নিজেই জানালেন ডন ব্রেডম্যানের ৩৩৪ টপকানোর সুযোগ করে দেওয়ার জন্য দেরি করেই ইনিংস ঘোষণা করেছেন পেইন।
ওয়ার্নার বলেন, ‘চা বিরতিতে আমি জিজ্ঞাসা করেছিলাম কখন ডিক্লেয়ার করা হবে? আমাকে বলা হয়েছিল ৫ টা ৪০ এ। শুনে আমি বলেছিলাম ঠিক আছে। যখন ৫ টা ৪০ পার হয়ে গেলো তখন আমি বুঝেছিলাম টিম পেইন চাচ্ছে আমি ৩৩৪ পার করি।’