ইনজুরিতে স্টেইন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। সেই চোট সেরে ওঠার আগেই তাকে বিশ্বকাপের দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞতার দিক দিয়ে পরিপূর্ণ এই প্যাকেজকে কেনই বা ছাড়তে চাইবে টিম ম্যানেজমেন্ট।

তবে এবার স্টেইনকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ২ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে একাদশের বাইরে থাকছেন এই গতি তারকা সেটা নিশ্চিত। কেননা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে না পারলেও ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাবার আশা প্রকাশ করা হয়েছে কোচের পক্ষ থেকে। দক্ষিণ আফ্রিকা দলের কোচ ওতিস গিবসন জানান, ‘স্টেইন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। বাংলাদেশের বিপক্ষে তাকে আমরা না পেলেও ভারতের বিপক্ষে ম্যাচে তার সার্ভিস পাবো বলে আশা করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »