https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ইনজুরিতে পড়েছেন। কাঁধের ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ক্রিকেটার।
গত বিশ্বকাপের সময়ই কিছুটা ইনজুরি নিয়ে খেলেছেন তিনি। নিয়মিত ইনজেকশন নিয়ে টুর্নামেন্ট খেললেও এবার আর পারছেন না তিনি। স্ক্যান করার পর তার যে ইনজুরি ধরা পড়েছে কাঁধে সেটার জন্য অন্তত দুই মাস তাই মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রশিদের আশা চোট থেকে মুক্তি লাভ করে তার ঘরোয়া ক্রিকেটের দল ইয়র্কশায়ারের হয়ে খেলা। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর সুস্থ হয়ে ইয়র্কশায়ারের হয়ে খলাটাই লক্ষ্য ছিল। ইয়র্কশায়ারের হয়ে আমি খেলতে পছন্দ করি কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। কাঁধের ইনজুরি থেকে বাঁচার জন্য বিশ্বকাপে ইনজেকশন নিয়ে খেলেছিলাম আমি।’
ইনজুরিতে থাকার ফলে এবারের গ্রীষ্মে তার মাঠে নামা হচ্ছে না এটা এওপ্রকার নিশ্চিত। পাশাপাশি উন্নত চিকিৎসা নিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে যে আছেন রশি সেটা ধারণা করা যায় তার কথা থেকেই।