ইতিহাস সৃষ্টির পথে টিম টাইগার্স!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ বনাম ভারতের টি-২০ সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচটি আজ রবিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ম্যাচটি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচও বটে। দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায়।

তিন ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে ভারত নিজেদের মাটিতে আগে কখনো হারেনি। তাই বাংলাদেশ খেলতে নামবে প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস সৃষ্টির লক্ষ্যে। অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত বড় বড় দলগুলো যা পারেনি সেই সুযোগ এবার বাংলাদেশের সামনে। বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টার বয় সাকিব, তামিমবিহীন এ সফরে বাংলাদেশ কিভাবে ভারতের মোকাবিলা করবে তাই ছিল এ সিরিজের মুখ্য বিষয়। তবে প্রথম ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেটীয় নৈপুণ্যে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সেই আলোচনা উড়িয়ে দেয়। ভারতের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়ে সফরটাও শুরু হয়েছিলো দারুণভাবে। যদিও বাংলাদেশ পরবর্তী ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। ভারত দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় হিটম্যানের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে। সেই ম্যাচে রোহিতের দলের ৮ উইকেটের জয়ে সিরিজে ১-১ এ সমতা আসে।

নাগপুরের মাঠটি সাধারণত স্পিন নির্ভর। তাই স্পিনাররা যে মাঠের সুবিধা নিবেন তা বলার অপেক্ষা রাখে না। পূর্বের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গোও তেমনটাই সংবাদ সম্মেলনে বলেছেন। তাঁর মতে, এ ম্যাচে স্পিনারদের বড় ভূমিকা থাকবে, পিচটা দেখতে এবার বেশ ভালো লাগছে। নাগপুরে রাজকোটের চেয়ে কম স্কোর হয়ে থাকে। আমার মনে হয়, রাজকোটের চেয়ে এখানে স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে।

পিচের এই বৈশিষ্ট্যই বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছে। কেননা বাংলাদেশ টি-২০ ক্রিকেটে বড় রান সংগ্রহ বা তাড়া করতে নেমে জয়ের রেকর্ড খুব কম। তাই স্কোর যত ছোট হয় বাংলাদেশের জয়ের সম্ভাবনাও ততো বেশি দেখছেন বিশেষজ্ঞরা। স্পিন নির্ভর পিচ হওয়ার কারণে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। একজন পেসার কমিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে আরাফাত সানিকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ভারত পান্থের পরিবর্তে সঞ্জু স্যামশনকে একাদশে সুযোগ দিতে পারে। কেননা পান্থ সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিং ও কিপিংয়ের কারণে হয়েছেন বেশ সমালোচিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »