ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়ার প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। দিল্লি জয় করে এবার লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরার লক্ষ্যে আজ (৭ নভেম্বর) বংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের ২য় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই এশিয়ার প্রথম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে সিরিজ হারাবে টাইগাররা। যা কিনা বাংলাদেশের ক্রিকেটকে আরেক ধাপ উপরে নিয়ে যাবে।

বাংলাদেশ দল ক্রিকেট খেলে আসছে বহুদিন ধরেই। কিন্তু এতোদিন ক্রিকেট খেলেও প্রতিবেশী রাজ্য ভারতে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় নি বাংলাদেশের। এতে কিছুটা আক্ষেপও ছিলো বটে। তবে চলতি ভারত সফরের কারণে এই আক্ষেপে ভাটা পড়েছে। অর্থাৎ ভারতের মাটিতে তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার যে অপেক্ষাটা ছিলো, সেটার অবসান ঘটেছে।

ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গত ৩০ অক্টোবর ভারতে পা রাখে সাকিব-তামিম বিহীন বাংলাদেশ। যেখানে ২ দিনের প্রস্তুতি শেষে ৩ তারিখ মাঠে গড়ায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেমেই টাইগারদের বাজিমাত। ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং’ এ তিন ডিপার্টমেন্টেই দাপটে পারফরম্যান্স করে ভারতের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত এই জয়টি ছিলো ৭ উইকেটের।

নিজেদের মাটিতে ভারত প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর, তা কম-বেশি সবারই জানা। এই শক্তিশালী প্রতিপক্ষটাকেই যেনো তাদেরই মাটিতে হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশ। তবে বলার অপেক্ষা রাখে না, ২য় ম্যাচে ভারত ঘুড়ে দাঁড়াতে মরণকামড় দিবে অর্থাৎ যেকোন মূল্যেই সিরিজে ফিরে আসতে প্রাণপণে চেষ্টা করবে। তবে বাংলাদেশও নাছোড়বান্দা। তারাও চায় ম্যাচটি যেকোন মূল্যে নিজেদের করে নিতে। এর জন্য রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঠিকঠাক অনুশীলটাও রপ্ত করেছে টিম টাইগার্স।

বুঝাই যাচ্ছে, সিরিজের ২য় ম্যাচে জিততে মরিয়া দুই দলই। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ। বাংলাদেশ চায় এ ম্যাচ হারিয়ে সিরিজ নিশ্চিত করতে। বিপরীতে ভারত চায় ম্যাচটি জিতে সিরিজে ফিরে আসতে। মোটকথা বাংলাদেশ ও ভারত দুই দলই ম্যাচটি জিততে মরণকামড় দিবে। সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত-বাংলাদেশ দ্বৈরথের এ মহারণ দেখতে উদগ্রীব হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ হয়তো টিভির পর্দায় আবার কেউ হয়তো মাঠে বসেই নিজ নিজ দলকে সমর্থন দিবে এবং চাইবে নিজ দলের ক্রিকেটারদের মুখেই যেনো জয়ের হাসিটা ফুটে উঠে।

এশিয়ার প্রথম দল হিসাবে স্বাগতিক ভারতকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়ুক টাইগাররা, চাওয়া ভক্ত-সমর্থকদের। টাইগারদের জন্য শুভকামনা রইলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »