ইঞ্জু‌রির কার‌ণে দল থে‌কে ছিট‌কে গে‌লেন রো‌হিত

শোয়েব আক্তার »

কাফ মাস‌লে চো‌টের কার‌ণে স্বাগ‌তিক নিউজিল্যা‌ন্ডের বিপ‌ক্ষে আসন্ন টেস্ট ও ও‌ডিআই সি‌রিজ থে‌কে বাদ পড়‌লেন ভার‌তের সহ-অ‌ধিনায়ক রো‌হিত শর্মা। নিউজিল্যান্ডের বিপ‌ক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সি‌রি‌জের শেষ ম্যা‌চে গতকাল চোট পান রো‌হিত। চোট সা‌রি‌য়ে উঠ‌তে বেশ কিছু দিন সময় লা‌গ‌বে তাঁর। তাই, পরব‌র্তি সি‌রিজ থে‌কে ছিট‌কে গে‌ছেন তি‌নি।

দূর্দান্ত ফ‌র্মে থাকা এই ডানহা‌তি ব্যাটসম্যান শেষ টি-২০ ম্যা‌চেও ৪১ ব‌লে ৬১ রান ক‌রে দ‌লের জ‌য়ে ভূ‌মিকা রা‌খেন। নিয়‌মিত অধিনায়ক বিরাট কোহ‌লি বিশ্রা‌মে থাকায় গতকাল‌কের ম্যা‌চে অধিনায়কত্ব ও ক‌রেন রো‌হিত। ক্রি‌কে‌টের তিন ফরম্যা‌টেই ভার‌তের হ‌য়ে ব্যাট হা‌তে নির্ভরতার প্র‌তীক রো‌হিত শর্মা। তাই টেস্ট ও ওয়ান‌ডে সি‌রিজে রো‌হিত শর্মা’র অনুপ‌স্থি‌তি দল‌কে কিছুটা হ‌লেও অসু‌বিধায় ফেল‌তে পা‌রে।

‌নিউজিল্যান্ড ও ভার‌তের মধ্যকার ওয়ানডে সি‌রিজ শুরু হ‌বে আগামী ৫ ফেব্রুয়া‌রি। ৮ ও ১১ ফেব্রুয়া‌রি সি‌রি‌জের বা‌কি ও‌ডিআই দু‌টি অনু‌ষ্ঠিত হ‌বে। এছাড়া ২১ ফেব্রুয়া‌রি টেস্ট চ্যা‌ম্পিয়শী‌পের টেস্ট সি‌রি‌জের প্রথম টেস্ট টি শুরু হ‌বে। এরপর ২৯ ফেব্রুয়া‌রি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ‌টি শুরু হ‌বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »