ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ৭-৪-২ ফর্মুলায় বিসিবি

সাজিদা জেসমিন »

সাম্প্রতিক সময়ে বোলারদের ইনজুরি যেন বাড়ছেই৷ অথচ পেস আক্রমণ ভাগকেই সবচাইতে বেশি শক্তিশালী রাখা প্রয়োজন। আর এই সমস্যা নিরসনের লক্ষ্যে বিসিবি থেকে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। পেসারদের সুবিধার্থে ৭-৪-২ ফর্মুলা আসছে। মূলত জাতীয় দলের প্রোটিয়া ফিজিও ক্যালেফাতোর পরামর্শেই এই উদ্যোগ নিচ্ছে বিসিবি।

ক্রিকেটাঙ্গনে ৭-৪-২ ফর্মুলা অনেক পুরোনো। অস্ট্রেলিয়া -ইংল্যান্ডে অনেক আগে থেকেই এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। পেসারদের পরিমিত বিশ্রাম এবং কর্মদক্ষতা বাড়াতে এই ফর্মুলা ব্যবহার করা হয়। যার কারণে দুর্দান্ত পেস এট্যাক তৈরি হয়েছে এসব দলে।

এ পদ্ধতি সম্পর্কে বিসিবি ট্রেনার ইফতেখারুল ইসলাম গণমাধ্যমে বলেন- “মনে করুন সপ্তাহে প্রতিদিনই অনুশীলনের সূচি আছে। তবে এই সময়ের মধ্যে একজন বোলারকে চারদিনের বেশি কিছুতেই বোলিং করতে দেওয়া যাবে না। এই চারদিন একটানা বোলিং না করে, পর পর দুই দিনের অতিরিক্ত বোলিং করবে না, এরপর এক দিন বিশ্রাম নেবে।

বিশ্রাম নেওয়ার পর আবার বোলিং করবে। এই পদ্ধতিতে একজন বোলার আজ এবং কাল বোলিং করলে পরশু তাকে বিশ্রাম নিতে হবে। সাত দিনের মধ্যে চার দিন বোলিং, কিন্তু টানা দুই দিনের বেশি নয় বলে এই পদ্ধতিকে সংখ্যায় ৭-৪-২ বলা হচ্ছে।”

যে চারদিন বোলিং করবেন পেসাররা, সেটার ক্ষেত্রেও একটা ধরাবাঁধা নিয়ম দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৩ পেসারদের দিনে ৩০ বলের স্পেলে ৬০টি বল করতে দেয়া হয়। আর ১৬ বছর বয়সী পেসারদের ৪২ বলের স্পেলে সর্বোচ্চ ১০৮ বল বা ১৮ ওভার বোলিং করতে দেয়া হয়। অর্থাৎ, চার দিনে একজন বোলার ৭২ ওভারের মতো বোলিং করে থাকেন।

বাংলাদেশের পেসারদের অবশ্য এতো ওভার করতে হবে না। বাংলাদেশের পেসাররা ৪ দিনে সর্বোচ্চ ৪২ ওভার করে বোলিং করবেন।

এই ব্যাপারে ইফতেখারুল বলেন- “অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আবহাওয়া থেকে শুরু করে অনেক কিছুই আমাদের মতো নয়। এটা বিবেচনা করেছি আমরা। জুলিয়ান এই ব্যাপারে সম্মত হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে চারদিনে সর্বোচ্চ ৪২ ওভার বোলিং করতে পারবেন একজন পেসার। এর বেশি হলে ঝুঁকি রয়েছে।

এটিকে ভাগ করে দেয়া হবে। কোনোদিন ১২ ওভার, কোনোদিন ১৫ ওভার করেও হতে পারে। আজ ১৫ ওভার বোলিং করলে পরদিন কিছু ওভার কম করতে পারবে । টানা দু’দিন বোলিং করার পর বিশ্রাম নিয়ে ফিরে ১৩-১৫ ওভার বল করতে হবে। এভাবেই চলতে থাকবে ঠিক করা হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »