https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ২৭তম ম্যাচে হ্যাডিংলিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। টুর্নামেন্টে হট ফেভারিটের তালিকায় রয়েছে ইংলিশরা। অন্যদিকে এবারের আসরে আন্ডারডগ হয়েই প্রতিটি ম্যাচে মাঠে নামতে দেখা গিয়েছে শ্রীলঙ্কাকে।
আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ রয়েছে ইংলিশদের সামনে। অন্যদিকে বৃষ্টি সুবিধা নিয়ে দুই ম্যাচ বাতিল হওয়ায় লঙ্কানরা পেয়েছে দুই পয়েন্ট। এছাড়া এক জয় নিয়ে ৫ ম্যাচে লঙ্কানদের মোট পয়েন্ট এখন ৪।
এক নজরে দুই দলের একাদশ
ইংল্যান্ডঃ জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
শ্রীলঙ্কাঃ দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, অভিসেকে ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।