নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইরিশ অধিনায়ক হিসাবে দীর্ঘমেয়াদী সফল অধিনায়ক পোর্টারফিল্ডের স্থলাভিষিক্ত হলেন অ্যান্ড্রু বালবার্নি। শুক্রবার ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে এব্যাপারে নিশ্চিত করা হয়৷ তারা বলেন – “উইলিয়াম পোর্টারফিল্ড দীর্ঘ ১১বছর যাবৎ আয়ারল্যান্ড দলের টেস্ট এবং ওয়ানডে ক্যাপ্টেন ছিলেন। এবার তিনি দীর্ঘ সময়ের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন, এবং তার স্থলাভিষিক্ত হবেন অ্যান্ড্রু বালবার্নি”।
২০০৮ সালে প্রাক্তন অধিনায়ক ট্রেন্ট জনস্টনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে পোর্টারফিল্ড ২৫৩ বার সিনিয়র দলকে নেতৃত্ব দিয়েছেন, এমনকি তখনও যখন গত বছর মে মাসে আয়ারল্যান্ড টেস্ট দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিলো।
পোর্টারফিল্ড এক বিবৃতিতে বলেছেন , “এটি একটি অভূতপূর্ব যাত্রা এবং গত সাড়ে ১১ বছর ধরে নিজ দেশের হয়ে অধিনায়কত্ব করা একটি দুর্দান্ত সম্মানের ব্যাপার”।
“পাকিস্তানের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট এবং গ্রীষ্মে লর্ডসে, এছাড়াও বিভিন্ন বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিতে সক্ষম হওয়া, যার মধ্যে কয়েকটি লক্ষ্যণীয় ছিল।”
Error: Contact form not found.
মিডল অর্ডার ব্যাটসম্যান বালবার্নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জানুয়ারিতে তার কার্যকাল শুরু করবেন।