আসন্ন বাংলাদেশ সফরের আফগানিস্তান দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। একমাসের সফর করবে বাংলাদেশে। সেই সফরকে সামনে রেখে আজ টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ( এসিবি )।

আফগানিস্তানের টেস্ট দলে রয়েছেন ১৫ জনের সদস্য ও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছে ১৭ জনের সদস্য। আর দুই ফরম্যাটে আফগানিস্তান দলকে নেতৃত্ব দিবেন দলটির লেগ স্পিনার রশিদ খান।

চলুন দেখে নেয়া যাক আফগানিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াড:

টেস্ট:
রশিদ খান ( অধিনায়ক ), মোহাম্মদ নবী, আসগর আফগান, ইব্রাহিম জাদরান, ইহসানউল্লাহ জানাত, হাসমতউল্লাহ শহীদী, রহমত শাহ, জহির খান, পাকতিন, ইকরাম আলি খিল, সায়েদ আহমেদ শিরজিদ, জামিল আহমাদি, আফসার জাজই, ইয়ামিন আহমাদজাই, কাইস আহমেদ, শামসুর জাদরান।

টি-টোয়েন্টি:
রশিদ খান ( অধিনায়ক ), হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, আসগর আফগান, মুজিব উর রহমান, নাজিব তারাকাই, আজিব জাদরান, শরফউদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, করিম জানাত, শহীদউল্লাহ কামাল, শফিকউল্লাহ শাফাক, আহমেদ মালিক, নাভিন উল হক, দৌলত জাদরান, ফরিদ আহমেদ মালিক, যহমানউল্লাহ গুরজাব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »