আল্লাহ্‌র অশেষ রহমত আমাদের উপরে ছিল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের দ্বাদশ আসর হলেও নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গেছেন মেহেদী হাসান মিরাজ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছে ২১ রানে। ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনাররা খুব বেশি সুবিধা করতে না পারলেও মিরাজ ঠিকই তুলে নিয়েছেন নিজের বিশ্বকাপের প্রথম উইকেট।

বাংলাদেশের জয়ের দিন তিন ক্রিকেটার রোজা রেখেই ম্যাচ খেলেছেন। যেখানে রয়েছে মেহেদী হাসান মিরাজের নামও। ইংল্যান্ডে প্রায় ১৯ ঘণ্টার মত লম্বা সময় রোজা রেখে ক্রিকেট খেলা সত্যিই অনেক কষ্টসাধ্য কাজ। ম্যাচ শেষে নিজের রোজা রাখার ব্যাখ্যায় মিরাজ জানান, ‘আল্লাহর অশেষ রহমত আমাদের উপরে ছিল। কারন রমজান মাসে রোজা রাখাতা সত্যিই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আল্লাহ-ই আমাদের কাজতাকে খুব সহজ করে দিয়েছেন। আমাদের দলে রিয়াদ ভা, মুশফিক ভাই আমি ও দেলের বাইরে আরও দুইজন রোজা রেখেছিলাম। আমাদের আসলে খুব বেশি কষ্ট হয়নি। খুব ভালো লেগেছে আমরা রোজা রাখতে পেরেছি। মনে একটা শান্তির অনুভূতি কাজ করেছে।’

ম্যাচ শেষে নিজের আপারফরম্যান্স সম্পর্কে জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘ম্যাচটায় জয় লাভ করতে পেরে খুব ভালো লাগছে। প্রথম ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা এটাতে জিততে পেরেছি। এই ম্যাচের আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচে কাজে লাগবে। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো খেলতে পেরেছি। সবাই নিজের কাজটা করতে পেরেছি। এতা ধরে রাখার জন্য অবশ্যই চেষ্টা করব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »