নিউজ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আম্পায়ারিং নিয়ে কিছু সিদ্ধান্তে রদবদল আনতে যাচ্ছে। সামনে থেকে এখন নিরপেক্ষ আম্পায়ার ছাড়া ম্যাচ পরিচালনা করার কথা ভাবছে আইসিসি৷ তার বদলে আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ দেয়া হবে স্থানীয় আম্পায়ারদের।
আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাপারটি নিশ্চিত করেছে। আইসিসি এখন বাধ্যতামূলক নিরপেক্ষ আম্পায়ারের নিয়ম থেকে সরে আসতে যাচ্ছে। তবে টেষ্ট ক্রিকেটে আম্পায়ার আইসিসির আওতায় থাকবে। টেষ্ট ক্রিকেটে ম্যাচ রেফারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আম্পায়ার নির্ধারণ করে দেবে আইসিসি। আয়োজক দেশ শুধু ৪র্থ আম্পায়ার নির্ধারণ করতে পারবে।
অপরদিকে ওয়ানডে ম্যাচে, ম্যাচে রেফারি আর প্রথম আম্পায়ার শুধু আইসিসি নির্ধারণ করে দেবে। বাকি ২য়, ৩য় আর ৪র্থ আম্পায়ার নির্ধারণ করার সুযোগ থাকছে আয়োজক দেশের৷ টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি শুধু ম্যাচ রেফারি ঠিক করে দেবে। বাকি সব অফিশিয়ালস আয়োজক দেশের বোর্ড নির্ধারণ করবে৷
বাংলাদেশ সময়ঃ ২:০০ পিএম
নিউজক্রিকেট/ আরআর